ইসকন নিষিদ্ধের দাবীতে আহলেহাদীছ যুবসংঘ সাতক্ষীরার মিছিল ও প্রতিবাদ সমাবেশ
শিরিনা খাতুনঃ সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলেহাদীছ যুবসংষ এর উদ্দোগে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে আজ ৪ঠা নভেম্বর, মঙ্গলবার দুপুর ৩.৩0 মিনিটে সাতক্ষীরা শহরের মেইন মেইন এলাকায় ও শহরের বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ মিছিল করতে দেখা যায় । বিভিন্ন এলাকার আহলেহাদীছ সংঘের মুসল্লিরা এক হয়ে প্রতিবাদ সমাবেশ করে মিছিলে বাঁকাল মাদ্রাসার প্রিন্সিপাল ও উপদেষ্টা ও শিক্ষকরা মিছিল ও সমাবেশে যোগ দেয়। তারা ইসকনদের কালো হাত ভেঙ্গে দেও, এক দুই তিন চার ইসকান তুই বাংলা ছাড়, আলেম উলামাদের অপমান সইবেনা আর মুসল্লমান স্লোগানে স্লোগানে তারা সাতক্ষীরার সকল শহরাস্থ এলাকা মিছিল করতে দেখা যায়।

