১২ আগষ্ট আর্ন্তজাতিক যুব দিবসে বাংলাদেশ জামায়াত ইসলামীর বর্ণাঢ্য র্যালি আয়োজন
নিজস্ব প্রতিনিধি হাসান রেজাঃ আজ ১২ আগষ্ট বাংলাদেশ জামায়াত ইসলামীর, সাতক্ষীরা যুব ও ক্রীড়া, সাতক্ষীরা সদর ও পৌরসভা কমিটির উদ্দোগে ১২ আগষ্ট আর্ন্তজাতিক যুব দিবস উপলক্ষে বিকাল ৪টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সাতক্ষীরা লাবনী মোড়, জজ কোট মোড়, খুলনা রোড সহ বিভিন্ন এলাকা ঘুরে জামায়াত ইসলামীর সাতক্ষীরা জেলা অফিস পুরাতন সাতক্ষীরার র্যালিটি শেষ হয়। র্যালিটি চলাকালিন সময়ে র্যালিটি সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন পেশার ধর্মাপ্রান ইসলামী মানুষদের দেখা যায়। এছাড়া শিশূ, কিশোর ও যুবদেরকে খুবই উৎসাহের সাথে র্যালিটিতে স্লোগান দিতে দেখা যায়। র্যালিটি স্বৈরাচার নিপাত যাক-বাংলাদেশ মুক্তি পাক, মাদকে না বলুন, দূনীতি না বলুন, অশ্লীলতা না বলুন, দক্ষ যুব গড়বে দেশ- বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজি প্রতিহত করুন, তোমার আমার বাংলাদেশে- স্বৈরাচারের থাই নেই সহ বিভিন্ন স্লোগান দিতে দিতে যেতে দেখা যায়। র্যালিটি যাওয়ার সময় সামনের সংসদ নির্বাচনে জামায়াত ইসলামের প্রতীক দাড়িপাল্লা প্রতীকে সকল সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া হয়।