সারা দেশের সাথে তাল মিলিয়ে পরিবার পরিকল্পনা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়, সদর সাতক্ষীরা জেলার কর্মবিরতী ও অবস্থান কর্মসূচি পালন

মোঃ আব্দুল হামিদ সাতক্ষীরা প্রতিনিধিঃ  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, সাতক্ষীরা সহ সারা বাংলাদেশের সকল জেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন  পরিবার কল্যান পরিদর্শিকা (FWV),পরিবার কল্যাণ সককারী(FWA), ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FWI) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন এর দাবীতে  কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায় । এ সময় তাদের সাথে কথা বলে জানা যায় তার একদফা একদাবীর জন্য সারাদেশের সাথে একসাথে দাবীর জন্য কর্মবিরতী ও অবস্থান কর্মসূচির ঘোষনা দিয়েছেন। যতদিন পর্যন্ত তাদের দাবীটা মেনে না নেওয়া হবে ততদিন তার কোন কর্মে যোগদান করবে না। তারা আরো জানায় পর পর তিন দিন তিনটি কর্মসূচি  হাতে নিয়েছে গতকাল একটি কর্মসুচি বাস্তবায়ন করা হয়েছে আজ অবস্থান কর্মসূচী ও আগামীকাল আরেকটি কর্মসূচি আছে। তাদের কাছে বর্তমান সেবা নিতে আসা মানুষের বিষয় জানতে চাইলে তারা বলেছে তাদের কিছুই করার নেই তাদের দাবী না মানলে মানুষ কোন সেবাই পাবে না্। ভোক্তভূগীরা বলছে অবস্থান কর্মসূচির জন্য তার চরম বিপাদে আছে অতি শ্রীগ্র এর অবসান হওয়া জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *