সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গুড মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আমিরুল বিশেষ প্রতিনিধি সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় ভালো মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৮ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয় এর আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আবুবক্কর সিদ্দিকী এর সভাপতিত্বে ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা সাজ্জাদ হোসেন এর সঞ্চালনায় গুড মৎস্য চাষ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। তিনি তার বক্তব্যে বলেন, ভালো মাছ চাষ করে বেশী লাভবান হতে হলে মৎস্য ঘেরের পাড় মজবুত হতে হবে, পাড়ের চারি পাশে নেট দিয়ে ঘিরতে হবে, ঘেরের গভীরতা বৃদ্ধি করতে হবে, সুষম খাদ্য ব্যবহার, রোগ মুক্ত পোনা ঘেরে ছাড়লে গুড মৎস্য চাষী হতে পারলে মাছ হবে মোটা তাজা, মাছ মরবে কম তাহলে লাভবান হওয়া যাবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাজেদুল ইসলাম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম। এসময় আনছার ও ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ভারপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডলসহ দেবহাটা উপজেলা মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

