সাতক্ষীরায় ১২ ডিগ্রী সেন্সিয়াস তাপমাত্রায় শহর ফাঁকা

সাতক্ষীরা ডেক্সঃ সাতক্ষীরা শহরে আজ ১২ ডিগ্রী সেন্সিয়াস তাপমাত্রা হওয়ায় শীতে অস্থির মানুষ। হালকা দমকা হাওয়ায় শরীল বরফ হওয়ার মতো যার জন্য শহরের রাস্তায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে অনেক কম। খুবই জরুরী কাজ ছাড়া কেউই বাড়ির বাইরে যাচ্ছে না। ব্যবসায়িরা দোকান খুললেও কাস্টমার নেই বললেই চলে বড়ই বিপাকে পরেছে ব্যবসায়িরা। জজকোট, পাসপোর্ট অফিস, বিআরটিএ সহ সকল স্থানে জনসাধারনের উপস্থিত দিনে দিনে হ্রস্ পাচ্ছে এমই চলতে থাকলে ব্যবসায়িরা সবচেয়ে বড় ক্ষতির মুখে পরবে। অন্যদিকে শীতের পোষাকের দোকানে ভালই বেচা কেনা হচ্ছে তবে শীতের দোকান ব্যবসায়িরা বলছে শীতের তীব্রতা কম হলে ব্যবসা ভাল হয় এত শীতে মানুষ বাইরে আসতে চায় না। শীতের জন্য মৃত্যু হার ও বেড়েছে বৃদ্ধরা এতই শীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। ক্লিনিক হাসপাতালে রুগীর সংখ্যা তুলনামুলক ভাবে বেড়েছে। করোনা রুগির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এলাজি ও হ্যাঁপানী রুগীরা অনেকটা বিপদের মধ্যে পরেছে। শিশু বাচ্চারা নিউমনিয়া রোগে আক্রান্ত হচ্ছে অনেক বাচ্চা নিউমনিয়া হয়ে মারা গেছে বলে জানিয়েছে গেছে সাতক্ষীরা সদর হাসপাতাল, শিশু হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে এমন অবস্থা আরো বেশ কিছুদিন যাবে এবং আরো তাপমাত্রা কমার সম্ভবনা আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *