সাতক্ষীরায় আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবসে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান
শহিদুল ইসলাম আশাশুনি প্রতিনিধি :আশাশুনিতে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার(৩ জানুয়ারী) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রযুক্তি ও মমতায়,কল্যাণ ও সমতায়,আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের শুরুতে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম,উপজেলা জামায়াতের শুরা সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট শহিদুল ইসলাম,যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, এনজিও ই,এস,ডি ওর প্রতিনিধি শামসুজ্জামান,জে,জে এস প্রতিনিধি আব্দুর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে সর্বশ্রেষ্ঠ সমাজ সেবা কর্মী নির্বাচিত হওয়ায় ইউনিয়ন সমাজকর্মী সেলিম শাহরিয়ার এবং সমাজ সেবার কাজে সহযোগিতা করায় বার্ষিক এনজিওর ম্যানেজার আসাদুল ইসলাম ও আইডিয়ালের প্রজেক্ট ম্যানেজার সুব্রত কুমার বাছাড়’কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া এনজিও বার্ষিক এর পক্ষ থেকে একজন উপকারভোগী কে সেলাই মেশিন ও আইডিয়াল এর পক্ষ থেকে ঔষধ বিতরণ করা হয়।

