সাতক্ষীরা বাজারের মাছের বাজারে আগুন, ইলিশ মাছ এখন বৃত্তবার্নদের জাতীয় মাছ।

সাতক্ষীরা  জেলার নিজস্ব প্রতিনিধি হাসান রেজাঃ মাছে ভাতে বাঙ্গালী এখন শুধুই কথায় দিন দিন যেভাবে মাছের দাম বাড়ছে তাতে আর কিছু দিন পর গরীবের ঘরে মাছ আর রান্না হবে না । সাতক্ষীরা সুলতানপুর বড় বাজার মাছ বাজারের আজ সরজমিনে ঘুরে দেখা গেল মাছের দামের আগুন যেন হু হু করে বেড়েই চলেছে। ছোট সাইজের তেলাপিয়া মাছ ১৩০ টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে যা সাধারন মানুষের কেনা সম্ভব হচ্ছে না আর ইলিশ মাছ তো সোনার হরিণের চেয়েও একধাপ এগিয়ে গেছে বৃত্তবান ছাড়া ইলিশ মাছ কেনা সম্বব নয়। ১ থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছ ৩০০০ থেকে ৩২০০ টাকা কেজি তার চেয়ে ছোট সাইজের ইলিশ মাছ ২৪০০ থেকে ২৬০০ টাকা কেজি ধরে বিক্রয় হচ্ছে। এছাড়া সবচেয়ে ছোট সাইজের ইলিশ ঝাটকা ইলিশ ৮ পিসে কেজি হবে এমন মাছ বিক্রয় হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে সাধারন মানুষ তো ইলিশ ক্রয় করতেই পাচ্ছে না তার উপর অন্যান্য মাছের দাম ও অনেক কৈ মাছ ২৪০ টাকা, পাঙ্গাস মাছ ১৮০ টাকা, সিলভার কার্প মাছ ১৪০ টাকা রুই মাছ ২২০ টাকা চিংড়ী মাছ ৭০০ টাকা থেকে ১৫০০ টাকা হারে বিক্রয় হচ্ছে। বিগত সরকার থাকা কালিন মাছের দাম যেমন ছিল ঠিক এ বছরও বাজারের ঘুরে দেখা গেল ইলিশ মাছের দাম তেমই বড়ং আরো বেড়েছে মনে হয় যেখানে ভারতে মাছ পাঠানো বন্ধ তাছাড়া ইলিশ মাছ চাষ করা লাগেনা , কোন খাদ্য দেবার প্রয়োজন নেই নদী  থেকে ধরা হয় উৎপাদন খরচ নেই শুধু মাত্র লেবার ও যাতায়াত খরচ লাগে। সেই ইলিশ মাছ কেন এত টাকা কেজি হবে সাধারণ মানুষের প্রশ্ন এটা । ইলিশ মাছে বড় ধরনের সিন্ডিকেতের দথলে ছিল আছে কেউ এখনও সেই সিন্ডিকেট ভাংতে পারি নাই যার কারনে ইলিশ মাছের দাম এখন আকাশ চুম্বি হয়ে গেছে। সাধারণ মানুষের বর্তমান সরকার ও প্রশাসনের কাছে একটাই দাবী অতি শ্রীগ্রই মাছের সিন্ডিকেট ভেঙ্গে মাছের  দাম কমানোর জন্য অনুরোধ করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *