সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের জোটা -জোটি উদ্ধোধন
মোঃ রেজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা রোভার স্কাউটস এর আয়োজনে জাম্বুরী অন দ্যা এয়ার (জোটা) ও জাম্বুরী অন দ্যা ইন্টারনেট (জুটি) উদ্বোধন করা হয়েছে ১৮ ই অক্টোবর ২০২৫ শনিবার সকালে জেলা রোভার স্কাউটস ভবনে জোটা-জুটির উদ্ধোধন করা হয় । জেলা রোভার স্কাউটস এর কমিশনার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান, বক্তব্য রাখেন জেলা রোভর স্কাউটস এর সম্পাদক এস, এম আসাদুজ্জামান, সহকারি কমিশনার নাজমুল হক এর সঞ্চায়নায় উদ্ধোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর, সহকারি কমিশনার আব্দুল্লাহ আল মামুন, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি আল শাহরিয়ার অনিক, রওনিক ই আহমেদ প্রাপ্তি, সিনিয়র রোভার শেখ নাহিদুর রশিদ, রোভার দেলোয়ার হোসেন, রোভার নাজমুল আহসান, রোভার ফয়সাল আজিম মাহি, রোভার হৃদয় মন্ডল, রোভার হিমাংশু সরকার, গার্ল ইন রোভার সাগরিকা আক্তার প্রমুখ। পরে রোভার স্কাউটসরা জোটা-জুটিতে অংশ নিয়ে বিভিন্ন দেশ ও বিদেশের রোভার স্কাউটদের সাথে যোগাযোগ করা হয়।

