সাতক্ষীরা জজকোটের পকেট গেট এর আসাদ কম্পিউটার দোকানে চুরি
সাতক্ষীরা ডেক্সঃ সাতক্ষীরা জজ কোট সংলগ্ন উকিলবারের পকেট গেটের পাশ্বে অবস্থিত আসাদ কম্পিউটারে চুরির ঘটনা ঘটেছে। সরজমিনে গিয়ে জানা যায় প্রতিদিনের গতকাল ১১ই জানুয়ারী ২০২৬ ইং তারিখে মতো দোকানের মালিক মোঃ আসাদুর রহমান সন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি যায় এবং যথাযথ পরের দিন আজ ১২ ই জানুয়ারী ২০২৬ ইং তারিখে সকাল ৯.০০ টায় দোকানের তালা খুলে দেখে দোকানের এলোমেলো দোকানের ক্যাশ বাক্স খোলা এবং তার ভিতরে রাখা দোকানের টাকা আনুমানিক ৩০,০০০/- টাকা নাই । দোকানের পূর্ব পাশে উপরের একহাত দৈঘ্য ও একহাট প্রস্ত করে দেয়াল ভেঙ্গে দোকান থেকে চুরির ঘটনা ঘটিয়েছে। দোকান গিয়ে দেখা র্যায় দোকানের অন্য মালামাল কিছুই হাত দেয়নি চোর শুধুমাত্র ক্যাশ টাকা নিয়ে চলে গেছে। দোকানের প্রোপাইটার আসাদের কাছে কাউকে সন্দেহ করে কিনা বা কেউ টাকা চুরি করেছে বলে তার মনে হয় জানতে চাইলে তিনি বলেন কাউকে তিনি সন্দেহ করতে পারছে না তবে তার জানাশুনা ব্যক্তির মধ্যে কেউ এটা করতে পারে কারন তার ক্যাশে গতকালই টাকা রেখেছিল এবং পরিচিত ব্যক্তি ছাড়া আর কারো জানা ছিল না টাকার কথা। পাশ্ববর্তি এ, এস কম্পিউটারের প্রোপাইটার শুভঙ্কর বৈদ্য বলেন আমি গতকাল রাত ১১.৩০ মিনিট পর্যন্ত কাজ করে বাড়ি যায় তাই রাত বারোটার পরই এই চুরি হতে পারে। বিষয়টি নিয়ে থানায় কেস করবে কিনা জানতে চাইলে আসাদ ভাই বলেন তিনি থানায় কেস করতে আগ্রহী না তবে বিষয়টি চিন্তা করে সিদ্ধান্ত নেব । সংবাদটি লেখা পর্যন্ত থানায় কেস করার বিষয়টি নিয়ে প্রক্রিয়াধীন আছে।

