মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

আশাশুনি(সাতক্ষীরা)সংবাদদাতা মোঃ শহিদুল ইসলামঃ । সাতক্ষীরা আশাশুনিতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে প্রতিপক্ষকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনুলিয়া ইউনিয়নের নাংলা গ্রামের আফাজ উদ্দিন সানা। লিখিত বক্তব্যে তিনি জানান,দক্ষিণ একসরা মৌজায় মৃত রজব আলী মোল্লার ছেলে আমজেদ হোসেন মোল্যার বসত ভিটার জমিজমা সংক্রান্ত দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। যা নিয়ে আদালতে মামলা বিচারাধীন রয়েছে। আমজাদ হোসেন মোল্যার দুই ছেলে আল আমিন ও আল মামুন ঢাকার আইনজীবির সহকারী হিসেবে কাজ করে। তাই অবৈধ উপায়ে আমাদেরকে ফাঁসাতে বিগত সরকার পতন আন্দোলনের একটি ঘটনায় ঢাকার চীফ জুডিশিয়াল আদালতে সি,আর ৩৪৬/২০২৫ নং মামলায় হয়রানিমূলক ভাবে আফাজ উদ্দীন (২২০)সানা, শাহাজদ্দীন সানা ওরফে শাহাবুদ্দীন সানা (২২১), মেরিনা খাতুন (১৭৯), মোঃ আব্দুল আহাদ (সবুজ) (১৭৮) আসামি ভুক্ত করে। এরপর তারা ওই মামলা থেকে খালাস করিয়ে দিতে মোটা অংকের টাকা ও ভিটা বাড়ির জমি লিখে দেওয়ার শর্ত দেয়। আমরা রাজি না হওয়ায় তারা আমাদের মিথ্যা মামলায় সাজা দিতে উঠেপড়ে লেগেছে। আমজেদ হোসেন মোল্যার পুত্রবধূ(আল আমিন এর স্ত্রী)মেরিনা খাতুন জানান,আমাদের মধ্যে পারিবারিক সমস্যায় আর আমিন আমাকে আমার পিত্রালয়ে রাখে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও আমার কোন ভরন পোষন না দিয়ে স্বামী ও শ্বশুর আমার দ্বারা তালাক নিতে চাপ সৃষ্টি করে। আমি রাজী না হওয়ায় আমাকে জব্দ করার জন্য ৫০০ কিঃ মিঃ দূরে অবস্থান করা স্বত্ত্বেও ঢাকার উক্ত মামলায় আমাকে ও আমার মামা মোঃ আব্দুল আহাদ (সবুজ)কে মিথ্যা আসামী করে হয়রানী করে যাচ্ছে। এ ঘটনা উল্লেখ করে গত ২৭/০৯/২০২৫ তারিখে স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। গ্রামের সহজ-সরল মানুষের বিরুদ্ধে ঢাকায় করা মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবারটি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শাহাজুদ্দীন সানা, মেরিনা খাতুন ও আব্দুল আহাদ সবুজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *