ভালবাসার চক্রবৃত্তি কে বি সুমন
নিজেকে যখন তখন নিজে নিজে দেখি
বড্ড বেশি আমি নিজেকে ভালবাসি।
এরই মাঝে হলো আমার, তোমার সাথে দেখা
হারিয়ে গেল নিজের প্রতি আমার ভালবাসা।
তোমাকে ভালবেসে এখন নিজেকে হারালাম,
নিজের প্রতি ভালবাসা তোমাকে যে দিলাম।
এখন আমার ভালবাসা হয়ে গেল ভাগ
বেশি ভাগই তোমার গেল আমার অল্প থাক।
বেশ কিছুদিন এমনি করে চললো বেশ ভালো
হঠাৎ করে আমাদের মাঝে তৃতীয় কেউ এলো।
এবারও আবার ভালবাসা হয়ে গেল ভাগ
তৃতীয় জনের জন্য যেন পুরাই ভালবাসাই যাক।
আমার আর তার জন্য রইল নাকো বাকি
তৃতীয় জনের জন্য যেন আমরা বেঁচে আছি।
এরই পরেও হয়ত আবার আসবে ৪র্থ, ৫র্ম
এভাবেই পরিবর্তন হবে, ভালবাসা অবিরম।
পরিবর্তন হতে হতে হয়ে গেল অনেক বছর পার
সব ভালবাসা নিজের প্রতি ফিরে এলো আবার।
কিন্তু, এখন অনেক বেশি হয়ে গেছে দেরি।
আমার কাছে আমার ভালবাসা কিন্তু
আমি এখন ৮০ বছরের বুড়ো কিম্বা বুড়ি ।
