বিজয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি
সত্যছায়া ডেক্সঃ মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ এর উদ্দোগে এক বিশাল বর্ণাঢ্য র্যালি হয়েছে। র্যালিতে বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল শ্রেণীর নেতা কর্মী সহ সাধারন জনসাধরন অংশগ্রহন করে। র্যালিটি সাতক্ষীরা শহরের মেইন মেইন এলাকায় শান্তিপূর্নভাবে পরিদর্শন করতে দেখা যায়। রাস্তার এক পাশদিয়ে সারিবদ্ধভাবে নিয়ম মেনে র্যালি যাওয়ার জন্য কোন প্রকার যানজট হতে দেখা যায়নি। সকলের হাতে দেখের পতাকা ও মাথায় বিজয় দিবসের শুভেচ্ছা বেজ পরতে দেখা যায়। দেশাত্ববোধ গজল এর সাথে বিজয় দিবসের পথযাত্রা যেন এক অদ্ভুত শান্তির বার্তা বহন করে। দৈনিক সত্যছায়ার প্রতিনিধিগণ উক্ত বিজয় বর্ণাঢ্য র্যালিটি সাতক্ষীরা জজ কোট প্রাঙ্গন দিয়ে যাওয়ার সময় ক্যামেরা বন্দি করে।

