দৈনিক সত্যছায়া পত্রিকার সম্পাদকের পিতার মৃত্যুতে পত্রিকার অফিসের পক্ষ থেকে বিদেহি আত্মার মাগফিরাত কামনা।

সাতক্ষীরা প্রতিনিধিঃ দৈনিক সত্যছায়া পত্রিকার সম্পাদক, দৈনিক আজকের সাতক্ষীরা দর্পন পত্রিকার বার্তা সম্পাদক, জেলা সাংবাদিক পরিষদের সমাজকল্যান সম্পাদক, জেলা সাহিত্য পরিষদের সহ প্রচার সম্পাদক ও সদর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ খাইরুল বাসার এর পিতা অবসরপ্রাপ্ত জেল পুলিশ ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জবেদ আলী গত ৬ই সেপ্টেম্বর ২০২৫ শনিবার দুপুর ১টার সময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আইসিসিতে ভর্তি অবস্থায় মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহির অইন্নালিল্লাহির রাজিউন । মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দুই কন্যা ও দুই পুত্র , আত্মীয়-স্বজন সহ অগনিত শুভকামী রেখে গেছেন তার মৃত্যুতে আমরা দৈনিক সত্যছায়া ও দৈনিক আজকের সাতক্ষীরার দর্পন পত্রিকার সকল ষ্ট্রাফ ও প্রতিনিধি গভীর ভাবে শোকাহত। আমরা বিদেহীর আত্মার মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন তাকে জান্নাতের সবোচ্চ মর্জাদা দান করেন তার জন্য দোয়া করছি। তিনি অতি সরল ও ভালো মানুষ ছিলেন তার মৃত্যুতে তার এলাকা ইটাগাছায় প্রতিবেশী সহ সকলে শোকাহত। উক্ত দিনে বিকাল ৫টার সময় ইটাগাছা আইনউদ্দীন মহিলা মাদ্রাসা মসজিদে তার জানাযা হয়। জানাযায় এলাকার সকলে উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে কামালনগর সরকারি গোরস্থানে কবর দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *