ডুমুরিয়া মাছের পিকআপ ইজিবাইক ও মটর সাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ৫
খুলনা জেলা প্রতিনিধি এস এম হালিমুল আলমঃ খুলনার ডুমুরিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ৫জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলেই ইজিবাইকের চালক মুজাহিদুল মোড়ল ও যাত্রী রিনা খাতুন মারা যান। গুরুতর আহতদের প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সাত–আটজন যাত্রী নিয়ে ইজিবাইকটি ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর দিকে যাচ্ছিল। ঝিলেরডাঙায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর খুলনা–সাতক্ষীরা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে, ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক ও সহকারী পালিয়ে যায়।