ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন’র কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন সাতক্ষীরার সাংবাদিক তুহিন হোসেন

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) এর কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক মোঃ তুহিন হোসেন। মানবাধিকার সংস্থা ”ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO) কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন আমিন ও মহাসচিব মোঃ আনিছুর রহমান স্বাক্ষরিত এক পত্রে সদস্য হিসেবে তাকে দায়িত্ব দেয়া হয়। সাতক্ষীরা জেলার সদর উপজেলার শিকড়ী গ্রামের জুলফিকার আলীর পুত্র মোঃ তুহিন হোসেন। তিনি জাতীয় দৈনিক আমাদের দেশ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক আজকের সাতক্ষীরা দর্পণ (অনলাইন) পত্রিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে মোঃ তুহিন হোসেন বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে নিজেদের দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। মানবাধিকার রক্ষায় কাজ করার লক্ষ্যে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন’ (WHRO) এ আমি সংযুক্ত হয়েছি। আমাদের এই মানবাধিকার সংস্থা সারা বাংলাদেশ এবং বহির্বিশ্বে নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কর্মকান্ড পরিচালনা করছে। সংস্থাটি সকল স্তরে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে অবস্থান নিয়ে পারিবারিক, সামাজিক ও আইনগত প্রতিরোধ গড়ে তুলে মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন এবং অধিকার বঞ্চিত মানুষের মৌলিক, সামাজিক, পারিবারিক অধিকারের সুরক্ষা প্রদান করে থাকে। এছাড়া সরকার কৃর্তক দেওয়া নাগরিকদের সুযোগ সুবিধা প্রাপ্তির আইনগত সহায়তা দান ও সংরক্ষণের কাজে নিয়োজিত রয়েছে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *