আশাশুনির গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভা অনুষ্ঠিত।
শহিদুল ইসলাম: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের ঐতিহ্যবাহী গাজীপুর কুড়িগ্রাম ইসলামিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মাদ্রাসার অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গভর্নিং বডির সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য মোঃ আব্দুল মজিদ মল্লিক,সদস্য শাহিনুল ইসলাম,হাবিবুর রহমান,আবু সুফিয়ান,এবিএম আলাউদ্দিন,শিক্ষক প্রতিনিধি মাওলানা সাব্বির হোসেন,মাওলানা আব্দুল কুদ্দুস,মাওলানা শহিদুল ইসলাম হাবিবি,মোছাঃ মমতাজ পারভীন প্রমুখ। সভায় বিদ্যুৎসাহী সদস্য হিসেবে ঠিকাদার আঃ সালামকে অন্তর্ভুক্ত করা হয়,সকল সদস্যদের পরিচিতি পর্ব,মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন আলোচনা এবং গভর্নিং বডির সভাপতি,দাতা সদস্য ও অন্যান্য সদস্যদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।