আশাশুনিতে ১০০ জন শিক্ষার্থীকে ইসলামী ছাত্র শিবিরের কোরআন শরীফ বিতরণ

শহিদুল ইসলাম:  সাতক্ষীরা আশাশুনি উপজেলাতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ১০০ জন শিক্ষার্থীকে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় আশাশুনির সীমান্তবর্তী চাম্পাফুল আশ্চর্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আশাশুনি পশ্চিম থানা শাখা শিবির”সিরাতুন্নবী (সাঃ) উপলক্ষে”জনশক্তি ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে এ কোরআন শরীফ বিতরণ করেন। উপজেলা সভাপতি মোঃ ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে ও কলেজ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সাতক্ষীরা জেলা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক মোঃ মতিউর রহমান। প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি উত্তর থানা শাখা শিবির সভাপতি মোঃ মোখলেছুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-থানা সেক্রেটারি মোমিনুর রহমান,সাহিত্য সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, প্রকাশনা সম্পাদক ওসমান গনি,আশাশুনি সরকারী কলেজ সভাপতি মোঃ অলিউল্লাহ প্রমুখ। বক্তাগন প্রত্যেক শিক্ষীর্থীকে কোরআনের আলোকে জীবন গড়তে এবং ছাত্র সমাজের মাঝে কোরআনের দাওয়াত পৌছে দিতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *