আওয়ার ভিক্টোরি ওয়ার্ল্ড লিমিটেড এর মহান বিজয় দিবসের আলোচনা সভা ।
নিজস্ব প্রতিনিধি সাতক্ষীরা : ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ার ভিক্টোরি ওয়ার্ল্ড লিমিটেড এর উদ্যোগে শহরের পলাশ পোলস্থ নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ জিএম আব্দুল মজিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগের বার্তা পত্রিকার নিজস্ব প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির । প্রধান আলোচক হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ মোস্তাফিজুর রহমান । আলোচক হিসাবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ আবুল হাসান । এছাড়া বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ডিষ্টিবিউটাররা । আলোচনা সভায় বক্তারা একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের এবং ২৪ এর জুলাই আন্দোলনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন এদেশের সকল মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে আরো সমৃদ্ধশালী হিসেবে গড়ে তুলতে হবে । এবং সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দেশের উন্নয়নে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাওয়ার প্রত্যায় ব্যক্ত করেন । সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আওয়ার ভিক্টোরি ওয়ার্ল্ডের কার্যকরী সদস্য অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোঃ ইউনুস আলী

