অবহেলিত সাতক্ষীরা জেলা উন্নয়ন বাধাগ্রস্ত করতে অপপ্রচার

 

আমিরুল সাতক্ষীরা  প্রতিনিধিঃ গত ৮ সেপ্টেম্বর (সোমবার) দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত “উন্নয়ন বরাদ্দে বৈষম্য থামছে না: স্থানীয় সরকার ও যুব-ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার পিএসের বরাদ্দ সিন্ডিকেট সাতক্ষীরায় ৩৯ কোটি টাকার বিশেষ বরাদ্দ” শিরোনামে খবরের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা  ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির উপদেষ্টা জনাব ইকবাল মাসুদ ও সমিতির আহবায়ক খাইরুল ইসলাম  এবং সদস্য সচিব তাহাজ্জাত হোসেন হিরু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তারা বলেন, সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ জেলা, যেটা জাতীয় রাজস্বতে একটি বড় ভূমিকা রাখে। এই জেলায় ফেসিস্ট সরকারের গত ১৭ বছর কোনো উন্নয়নের ছোঁয়া পায়নি। এই জেলার প্রাক্রিতিক ঐতিহ্য “সুন্দরবন” অবস্তিত হওয়ায় সারাবছর লক্ষ লক্ষ প্রর্যাটোকের আগমন হয় কিন্তু রাস্তা-ঘাটের করুন দশা দিন-দিন বেড়ে চলেছে, রাস্তা ঘাটের বেহাল দশা, সুপেয় পানির অভাব, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোর অবস্থা জরাজীর্ণ। এরকম একটি প্রেক্ষাপটে যখন বর্তমান সরকার এই বৈষম্য নিরসনের জন্য কিছু উন্নয়নের উদ্যেগ নিয়েছে ঠিক সেই সময় সাতক্ষীরার উন্নয়নকে পিছিয়ে দিতে ও এই অবহেলিত জেলার মানুষের উন্নয়নের বিরোধিতা করে কতি পয় কিছু ব্যক্তি সাংবাদিকদের ভুল বুঝিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলাবাসির পক্ষে এই মিথ্যা এবং বিভ্রান্তকর সংবাদের তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরার ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতি। পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধ ও সাতক্ষীরার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছে দেবহাটা উপজেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *