সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত , মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এর টাইব্রেকারে জয়, শহর প্রতিনিধ,
প্রশান্ত কুমার পাল
সাতক্ষীরায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ১১ ই জুলাই সোমবার বিকাল চারটায় স্থানীয় ১২ নং বল্লী ইউনিয়ন ছাত্রদলের, সার্বিক আয়োজনে , টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, খেলায় সাতক্ষীরা জেলার দুই স্বনামধন্য ক্লাব, মুকুন্দপুর ইমার্জিং ক্লাব বনাম কুন্দড়িয়া উদয়ন সংঘ একাদশের মধ্যে পরস্পর মুখোমুখি হয়, খেলা শুরু থেকেই উভয় দলের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে, চলে আক্রমণ পাল্টা আক্রমণ, খেলার ১৫ মিনিটের মাথায় কুন্দুড়ীয়া উদয়ের সংঘের আক্রমণ ভাগের খেলোয়াড় রাসেল পেনাল্টি বক্সের একটু দূর থেকে কিক নিয়ে গোল আদায় করে নেন, পরে গোল পরিষদের জন্য মরিয়া হয়ে ওঠে মুকুন্দপুর ইমার্জিং ক্লাব প্রথমার্ধে শেষ হয় এক শূন্য গোলে, দ্বিতীয় অধ্যায় গোল পরিশোধ করে, ম্যাচ গড়ায় টাইব্রেকারে, মুকুন্দপুর ইমার্জিং ক্লাব এর গোলরক্ষক ওয়েশকুরুনী দুইটা গোল সেভ করেন পরে, ৩-০ গোলে জয়লাভ করে মুকুন্দপুর ইমারজিং ক্লাব, খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদ্য সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ,মেহেদী হাসান, বিশেষ অতিথি, জেলা ছাত্রদলের সদ্য সাবেক দপ্তর সম্পাদক, জাহাঙ্গীর আলম পলাশ, পৌর ছাত্রদলের, যুগ্ন আহ্বায়ক, মাসুদ রায়হান, বিএনপি নেতা রবিউল ইসলাম, সদর উপজেলা যুগ্ন আহবায় তানভীর হোসেন অভি, মিজানুর রহমান মিজান, ১২ নং পল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক, রাশেদ রেজা প্রমূখ, ম্যাচ পরিচালনা করেন, ওয়াসিউদ্দিন খান পিপুল, বাবর আলী, মোখলেসুর রহমান রেফারি এসোসিয়েশন সদস্য সাতক্ষীরা, ধারাভাষ্যকার ছিলেন, খায়েরুজ্জামান, নাফিস, খাদিজা আক্তার চায়না, ও মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীর,খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ বিবেচিত হন মুকুন্দপুর ইমাজিং ক্লাবের গোলরক্ষক ওয়েশকুরুনী।