সাতক্ষীরায় মাছখোলা গ্রামে রাস্তায় হাটু সমান পানি, ড্রেন ও রাস্তা সংস্কারের দাবি
নিজস্ব প্রতিনিধি প্রশান্ত কুমার পাল: সাতক্ষীরা প্রান কেন্দ্র্র সরকারি কলেজ (রাজারবাগান কলেজ) এর মাঠের পাশ্ব দিয়ে জিয়া হলের সামনের রাস্তায় বর্ষার পানিতে তলিয়ে গেছে। হাটু সমান পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে মাছখোলা গ্রামে যেতে হয় হাজার হাজার মানুষের প্রতিদিন এই পথ ধরে বাড়ি ফিরতে হয় কিন্তু পরিকল্পিত ড্রেন না থাকায় বিপাকে পড়তে হচ্ছে সাধারন মানুষের শিশু, কিশোর কেউ স্কুল, কলেজ, মাদ্রাসাই যেতে পাচ্ছে না। পাশ্ববর্তী সাতক্ষীরা সরকারি কলেজের মাঠ ও পানিতে ডুবে গিয়েছে। বিষয়টি সুস্ঠ পরিকল্পনা করে এ্কটি ড্রেন ও রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছে এলাকাবাসী সহ সচেতন মহলের সকল সাধারণ জনগন। বিষয়টি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্শনের জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।