কোচ নিয়ে বিপাকে বাফুফে

ক্রীড়া ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-২৩ বাছাই টুর্নামেন্টের জন্য শিগগিরই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত। কিন্তু বাংলাদেশ এখনো কোচই ঠিক করতে পারেনি। শনিবার জাতীয় দল কমিটির সভায় এ সংক্রান্ত অন্যতম এজেন্ডা থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো অ-২৩ দলের কোচ নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে পারেনি।সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। ওই সময় জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা সিনিয়র দল নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে দেশি কেউ অথবা নতুন কোনো বিদেশি কোচ নিতে হবে। এএফসি অ-২৩ দলের প্রধান কোচ হতে এএফসি প্রো লাইসেন্স প্রয়োজন।দেশিদের মধ্যে এই সনদ রয়েছে মারুফুল হক, সাইফুল বারী, জুলফিকার মাহমুদ, মাসুদ পারভেজ কায়সার ও জাকারিয়া বাবুর। এই পাঁচজনের মধ্যে দু-তিনজন অ-২৩ দলের দায়িত্ব নিতে ইচ্ছুক নন। তাই কোচ নিয়ে খানিকটা বিপাকে পড়েছে বাফুফে। এএফসি অ-২৩ টুর্নামেন্টের বাছাইয়ে এবার বাংলাদেশের ভালো সম্ভাবনা রয়েছে। তাই আগস্টে একটি বা দুটি অ্যাওয়ে ম্যাচ খেলার বিষয় সভায় আলোচনা হয়েছে। অ-২৩ দলের ক্যাম্প দেশে ফর্টিসে অথবা বিদেশেও হতে পারে। এ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় দল কিংবা অ-২৩ দলের জন্য বাফুফে বছরে কোটি টাকার বেশি ব্যয় করে হোটেল খরচে। কয়েক মাসের মধ্যে ফর্টিসে ডরমেটরি ব্যবস্থা উন্নত হলে সেখানে জাতীয় দলের ক্যাম্প হওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। জাতীয় দল কমিটির সভাও ফর্টিসে অনুষ্ঠিত হয়। ফর্টিস এফসি’র স্বত্বাধিকারী শাহাদাত হোসেন জাতীয় দল কমিটির সদস্য। সভায় একটাই প্রাপ্তি, ফর্টিসের স্থাপনা জাতীয় দলে ব্যবহারের প্রতিশ্রুতি ও শাহাদাত হোসেনের জাতীয় ও অ-২৩ দলে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস। এদিকে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছিল। বাফুফে এখনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। তবে দক্ষিণ এশিয়ার বাইরে একটি দেশ ইতিবাচক মনোভাব পোষণ করেছে। আগামী তিন-চারদিন পর হামজাদের প্রীতি ম্যাচের বিষয়টি বাফুফে জানাবে। দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত জাতীয় দল পরিচালনা কমিটির সভা শেষে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *