অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন রণবীর-আলিয়া

অনলাইন ডেস্ক :

অবশেষে বিয়ে হয়ে গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের। দুই পরিবারের উপস্থিতিতে সাতপাকে বাঁধা পড়লেন দুই তারকা। একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই একে অপরের গলায় বরমাল্য দান করেন দুই তারকা।

প্রায় ৫ বছর প্রেম করার পর পাঞ্জাবি স্টাইলে বিয়ে করেছেন এই জুটি। সেখানে পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। এছাড়া নীতু কাপুর, মহেশ ভাট, সোনি রাজদান, শাহিন ভাট, ঋদ্ধিমা কাপুর, কারিনা, কারিশমা, রণধীর কাপুর, পূজা ভাট, রাহুল ভাট, লাভ রঞ্জন ও আয়ান মুখোপাধ্যায়রা উপস্থিত ছিলেন।

‘বাস্তু’র বাইরে আজ সকাল থেকেই ছিল কড়া পাহারা। আলিয়া-রণবীরের ব্যক্তিগত রক্ষীরা তো ছিলই, সঙ্গে পুলিশ  ফোর্সও মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *