আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের যা যা নিষেধ করলো নির্বাচন কমিশন
শাহারিয়ার আজাদ ঢাকা ডেক্সঃ আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবার অনেক নিয়মই পরিবর্তন করা হয়েছে যার কারনে দেখা যাবে না পুরাতন অনেক নিয়মের পরিবর্তন যার মধ্যে বিশেষ ভাবে উল্লেখ পোষ্টার মারা নিষেধ। এবারের নির্বাচনে পথে ঘাটে দেয়ালে কোথাও কোন প্রার্থী তার পোষ্টার মারতে পারবে না পোষ্টারে দলের প্রধান ছাড়া অন্য কারো ছবি ও থাকবে না। হেলিকপ্তার দলের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া নির্বাচনের দিন অন্য কেউ ব্যবহার করতে পারবে না এছাড়া অন্য যানবাহন ব্যবহারেও আছে সীমাবদ্ধতা। ২০টি বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না কোন প্রার্থী এছাড়া সকল স্থানে ড্রোন ব্যবহার নিষিদ্ধ। কৃত্রিম বৃদ্ধিমরত্তা বা এআই ব্যবহার করে সামাজিক মিডিয়া সহ অন্য কোন যায়গায় কোন পোষ্ট বা অন্য কোন কিছুই ব্যবহার করতে পারবে না প্রার্থী , অন্য কাউকে ছোট করে বা অপমান করে নির্বাচন প্রচারনা করাও নিষিদ্ধ করেছে । সকল প্রার্থী জনসভা করতে চাইলে আগে তা জানাতে হবে এবং একই জনসভায় ৩টির বেশি মাইক্রোফোন ব্যবহার করতে পারবে না। এছাড়া আরো বেশ কিছূ নিয়ম নীতি প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন এই সকল নিয়ম ভঙ্গ করলে ১,৫০,০০০/- টাকা জরিপানা অথবা তার দলের নমিনেশন বাতিল করতেও পারে।

