প্রচন্ড শীতে মাঝে ছুটির আনন্দ এখন গ্রাম্য বাংলার ঘরে ঘরে
দৈনিক সত্যছায়া ডেক্সঃ সাতক্ষীরা শহরে বেশ শীতের আবহাওয়া বিরাজ করছে গত দুই তিন দিন যাবত ভয়াভয় শীত পরেছে। সত্য প্রবাহের জন্য শীতের ত্রীব্রতা বেশি হওয়ায় বাড়ির বাইরে লোকজন কম দেখতে পাওয়া যাচ্ছে। প্রয়োজন ছাড়া কেউই বাহিরে বের হচ্ছে না । রাস্তাঘাটে লোকজন কম থাকলেও শীতের পোষাক মাকের্টে মানুষের ভীড় দেখতে পাওয়া যায়। মার্কেটের রাস্তার পাশ্বে ভ্যানে করে শীতের পোষাক বিক্রয় ব্যবসা জমে উঠেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হচ্ছে এ বছর শীতের ভাবটা বেশিই থাকবে। হাসপাতাল, ক্লিনিকে হঠাৎ আবহাওয়া পরিবর্তন হয়ে ঠান্ডা পড়ায় রোগির সংখ্যা তুলনামূলক বেশি হয়েছে এ সংখ্যায় বৃদ্ধ ও শিশুরাই বেশি। তাছাড়া ডিসেম্বর মাস হওয়ায় স্কুল, কলেজ, মাদ্রাসা ছুটি হওয়ায় আত্বীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাওয়ার ধুম পরে গেছে নাতী নাতনী, পোতা, জামাই আসার আনন্দ বিরাজ করছে এখন গ্রাম্য বাংলার ঘরে ঘরে এবং বিভিন্ন রকম মজাদার পিঠার বানাতে ব্যস্থ বাড়ির মহিলারা শীতের উৎসব মুখর হয়ে পরেছে বাংলার গ্রামগুলোতে এ যেন প্রচন্ড শীতের মাঝে ছুটির আনন্দ ঘরে ঘরে।

