দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও শীতবস্ত্র বিতরণ

আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ দেবহাটা উপজেলা পরিষদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ১৭ ডিসেম্বর বিকাল ৩ টায় পারুলিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন দেবহাটা উপজেলা পাবলিক লাইব্রেরি হলরুমে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন ও শীতবস্ত্র বিতরণ করা হয়। দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদ এর সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবি শেখ হাবিবুল বাশার এর সভাপতিত্বে ও সহ-সভাপতি  মোহাম্মদ বাহাউদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা মিলন সাহা। স্বাগতম বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম।  বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের উপদেষ্টা অধ্যক্ষ রিয়াজুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ আবু মূসা, পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম।  এসময় আরো বক্তব্যে রাখেন প্রভাষক রাজু আহমেদ, সাংবাদিক হাফেজ জি এম আব্বাসউদ্দীন,  কার্যনির্বাহী সদস্য আসমা, সদস্য ডাঃ আইয়ূব হোসেন প্রমুখ। এসময় উপজেলা সাহিত্য পরিষদের অন্যান্য উপদেষ্টা মন্ডলী সহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহাকে  উপজেলা সাহিত্য পরিষদের পক্ষ থেকে ক্রেস দিয়ে সংবর্ধনা প্রদান করা হয় এবং সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *