মৌচাক সাহিত্য পরিষদ,সাতক্ষীরার সাহিত্য সম্মেলন, প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
শিরিনা খাতুন সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার অনন্য একটি সংগঠন মৌচাক সাহিত্য পরিষদ, সাতক্ষীরা এর উদ্দোগে ০৬ ই ডিসেম্বর ২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১০ টা থেকে সাতক্ষীরা কামাল নগর লেক ভিউএর কমিউনিটি সেন্টারে সাহিত্য সম্মেলন, সংবর্ধনা ও প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার মানবতার কান্ডালী ড. আবুল কালাম বাবলা সাহেব এবং প্রধান অতিথি হিসাবে ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, বিশেষ অতিথি হিসাবে ছিলেন প্রফেসর আবু নসর সার্বেক পরিদর্শক (কলেজ শাখা) যশোর ও বরিশাল শিক্ষা বোর্ড, প্রাবন্ধি হিসাবে ছিলেন শহীদুর রহমান সভাপতি জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধনা পেয়েছেন ড. সবুজ শামীম আহসান সাহিত্য ও গবেষনায়, আবুল হোসেন আজাদ শিশু সাহিত্যে, এবং তৈয়েব হাসান সামসুজ্জামান বাবু আন্তজার্তিক ক্রীড়া ব্যক্তিত্বে । এ সময় সাতক্ষীরা প্রত্যেক উপজেলার কবি সাহিত্যিকদের অনুষ্ঠানে দেখা যায় অনুষ্ঠানে প্রতিবারের মতো এবার ও ২০২৫ সালের মৌচাক সাহিত্য পরিষদ এর মুখপত্র বিশেষ সংখ্যার মোড়ক উন্মেচন করা হয় বইটিতে সাতক্ষীরা কবি সাহিত্যিকদের লেখা প্রবন্ধ, নাটক, কবিতা স্থান পায় । কবিতার মধ্যে বেশ উল্লেখযোগ্য রাতের মতো একা লেখক ড. সবুজ শামীম আহসান, কোকিল লেখক আবুল হোসেন আজাদ, ঘুম কবি পল্টু বাশার, সত্য মিথ্যা মধ্যপথ কবি সৌহার্দ সিরাজ, গগনবিলাসী বকুল কবি শহীদুর রহমান, এক টুকরো আলোর আশায় কবি আব্দুর রব ওয়ার্ছী, হায়েরে ফিলিস্তিন কবি মছরুল রহমান, শীতে সকাল কবি কেবি সুমন, গাজার শিশু কবি আশরাফুল হক রাজ্জাক, ভাগ্যিস বৃষ্টি নামেটি কবি ম. জামান, জোছনার পালক কবি অনামিকা, ফাগুনে কবি মোঃ আসাদুজ্জামান (আসাদ), সবই পারি কবি পাপিয়া সুলতানা, নতুন সূর্য গুলশান আরা, আমি মুসলিম কবি এম আলমগীর আলম, আমার প্রিয়া রফিকুল বারী, গরীবের সংসার আবু সালেক চাঁদ । সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি, গল্পকার ও নাট্যকার আব্দুল ওহাব আজাদ।

