সাতক্ষীরা প্রাণ সায়ের খালের ধার দিয়ে তৈরি হচ্ছে রাস্তা
হাসান রেজা সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার প্রাণকেন্দ্র শহরের বুক দিয়ে বয়ে চলা সায়ের খাল বহুবছর পর যেন প্রাণ ফিরে পেয়েছে খালটি। বহু বছর অবহেলায় ছিল খালটি ছিল না নদীর সাথে সংযোগ যার কারনে খালের পানি নষ্ট হয়ে গিয়েছিলো তাছাড়া অবৈধ্য ভাবে খাল ভরাত সহ জায়গা দখলে নিয়ে ব্যবসা সহ অনান্য স্থাপনা তৈরি করে রেখেছিলো ক্ষমতাশালী কিছু মানুষের কবলে। প্রাক্তন জেলা প্রশাসক জনাব মোস্তফা কামাল সাহেব সাতক্ষীরাতে জেলা প্রাশাসক হিসাবে যোগদান করেই সাতক্ষীরাকে গ্রীন সাতক্ষীরা ক্লিন সাতক্ষীরা করা কাজ হাতে নেন এবং সরকারি বাজেট পেশ করেন। তারপর শুরু হয় অবৈধ জায়গা উদ্ধারের কাজ তিনি সাতক্ষীরা কে মডেল সাতক্ষীরা হিসাবে তৈরি করার স্বপ্ন দেখান সাতক্ষীরা বাসীকে খালের পুর্ব সাইড দিয়ে রাস্তা সহ বিভিন্ন ফুলের গাছ সহ বসার স্থান তৈরি করার কথা বলেন এছাড়া ময়লা অপসারন সহ নদীর সাথে খালের সংযোগ তৈরি করার কথাও বলেন কিন্ত তিনি তা না করেই বড় অংকের বাজের্ট এর টাকা আত্মসাৎ করে এবং তার সাথে সাতক্ষীরার দুই আসনের এমপি মুস্তাক আহম্মেদ রবি সাহেব ও তার সাথে উক্ত টাকা আত্মসাৎ করেন বলে সাতক্ষীরা বাসী জানায়। সায়ের খাল আগেই অবস্থায় রেখেই টাকা আত্মসাৎ করে ডিসি বদলী হয়ে যায়। বর্তমানে খালের সাথে নদীর সংযোগ দেওয়া হয়েছে যার কারনে খালে জোয়ার ভাটা চলছে পানি হয়েছে পরিস্কার বর্তমানে সায়েরের খালে পূর্ব পাশ্বে পাকাপুলের পাশ থেকে খাল ধার দিয়ে ৫ ফুটের মত ইটের সলিং হতে দেখা যাচ্ছে আশা করা যায় খুব দ্রুতেই সায়ের খাল প্রাণবন্ধ একটি পরিবেশ সৃষ্টি হবে বলে মনে করছে সাতক্ষীরা বাসী।

