বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা শাখার বিভিন্ন স্থানে মানববন্ধন
সুরমা খাতুন মহিলা সম্পাদক সাতক্ষীরাঃ আজ ১৫ই অক্টোবর ২০২৫ ইং তারিখ বুধবার ৫.০০ টায় আগামী ফেব্রুয়ারী নির্বাচন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গনভোটের আয়োজন সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা শহরের সঙ্গিতা মোড়, লাবনী মোড়, জজকোট মোড় সহ বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী সাতক্ষীরার নেতা কর্মীরা মানববন্ধন করে। এ সময় সেখানে সাতক্ষীরা জামায়াতে ইসলামীর আমির সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন নেতারা আগামী নির্বাচন পিআর সিস্টেমে করার জন্য দাবী করেন তারা বলেন যদি পিআর সিস্টামে ভোট না হয় তবে ভোট সুষ্ঠ ও নিরপক্ষ হবে না। এছাড়াও তারা আরো ৪টি দাবী উঠায়। মানববন্ধনে দেখা যায় ইসলাম প্রিয় মানুষ সহ সাধারণ মানুষ অংশ্রগ্রহন করেন এবং তারা রাস্তার এক পাশে সারিবদ্ধ ভাবে লাইনে দাড়িয়ে মানববন্ধন করতে দেখা যায়। এভাবে মানববন্ধন করায় রাস্তায় কোন প্রকার যান চলাচলে সমস্যা হয় নি । সমাজের বিবেগবাগ মানুষ এই ৫ দফাকে স্বাগত জানিয়ে সরকারের দৃষ্টি আকর্ষন করেছে।

