আশাশুনি উপজেলা পেশাজীবি বিভাগের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।
শহিদুল ইসলাম: সাতক্ষীরা আশাশুনি উপজেলা পেশাজীবি বিভাগের উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর)বিকাল ৩:৩০টায় উপজেলা পেশাজীবি বিভাগের আয়োজনে আশাশুনি আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি মাওঃ আতাউর রহমান। উপজেলা শিক্ষা বিভাগের সভাপতি মাওঃ আব্দুল বারীর সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পেশাজী বিভাগের সেক্রেটারী গাজী মোস্তফা কামাল। প্রধান আলোচক ছিলেন,জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সাবেক উপাধ্যাপক আব্দুর সবুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির ও আশাশুনি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান প্রার্থী আবু মুছা তারিকুজ্জামান তুষার,অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস,বাইতুলমাল সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালায় প্রধান অতিথি বলেছেন-দেশের ৭০% মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে চায়। সুতরাং আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হতেই হবে। কর্মশালায় উপজেলার ১১ ইউনিয়নের পেশাজীবী বিভাগের ভোট কেন্দ্র ভিত্তিক দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

