দেবহাটায় প্রথম আলো ও ইনকিলাব পত্রিকায়  বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে মানববন্ধন 

আমিরুল দেবহাটা প্রতিনিধি ঃ দেবহাটায় দৈনিক প্রথম আলো ও দৈনিক ইনকিলাব পত্রিকায় সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও ষড়যন্ত্র মূলক সংবাদের প্রতিবাদে দেবহাটা উপজেলার সর্বস্তরের জনগণ মানববন্ধন করেছে। সোমবার ২৯ সেপ্টেম্বর ২০২৫, সকাল ৯ টায় পারুলিয়া বাসস্ট্যান্ড সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পার্শ্বে এ কর্মসূচি পালিত হয়। দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে ও ফেয়ার মিশনের পরিচালক আব্দুল কাদের মহিউদ্দিন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা প্রথম আলো ও ইনকিলাব পত্রিকার প্রতিবেদনকে মিথ্যা, উদ্দেশ্য প্রনোদিত ও সাতক্ষীরা জেলার উন্নয়নের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসাবে আখ্যায়িত করেন। মানববন্ধবে প্রধান অতিথির বক্তব্যে দেবহাটা উপজেলা বিএনপির সভাপতি প্রার্থী ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী বলেন, অনেক দিন থেকে সাতক্ষীরার বাসীর স্বপ্ন ছিল ন্যার্য অধিকার বাস্তবায়ন করা, সাতক্ষীরা  জেলায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, একটি বিমান বন্দর নির্মাণ, ভোমরা স্হল বন্দর আধুনিকায়ন, সুন্দরবনকে পর্যটন কেন্দ্র স্থাপন, রুপসী ম্যানগ্রোফ দেবহাটাকে আরো সুন্দর ও সমৃদ্ধি করা, কৃষি পন্যের জন্য একটি হিমাগার স্থাপন এবং সাতক্ষীরা টু মুন্সিগঞ্জের রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ। কিন্তু ফ্যাসিষ্ট সরকারের সময়ে এগুলো বাস্তবায়ন হয়নি। ফ্যাসিষ্ট বিদায়ের পরে সাতক্ষীরার উন্নয়নের প্রথমেই দৈনিক প্রথম আলো পত্রিকা সাতক্ষীরার উন্নয়ন বাঁধা গ্রস্থ করতে যে বিভ্রান্তমূলক সংবাদ প্রকাশ করেছে, তাছাড়া এই পত্রিকা প্রায়ই দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র মূলক সংবাদ প্রকাশ করে থাকে, তা কখনোই সফল হতে দেওয়া যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *