সাতক্ষীরা জজকোর্ট প্রাঙ্গনে আইনজীবিদের সমাবেশ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে দোয়া
শিরিনা খাতুন সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা আইনজীবি সমবায় ফোয়াম এর উদ্দোগে বেশ কিছু দাবী উথাপন করে সাতক্ষীরা জজ কোটের শহীদমিনার চক্রের সামনে সমাবেশ করা হয় এখানে আইনজীবী সমবায় ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদক বলেন ম্যাজেষ্ট্রেট কোটের লিফট ঠিক করতে হবে এবং জজকোর্টে কিছু কিছু অফিস সেখানে স্থান্তর করা যাবে না। এছাড়া তারা আরো বেশ কিছু দাবী উৎথাপন করে বলে এই দাবীগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের ঘোষনা দেন। সর্বশেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়।

