৩৬ শে জুলাই স্মৃতিতে সাতক্ষীরা স্মৃতি মিনার স্থাপন
শিরিনা খাতুন সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র সায়ের খালের পাশ্বে পুরাতন পাসপোর্ট অফিসের পশ্চিম পাশ্বে তৈরি করা হলো ৩৬ শে জুলাই স্বাধীনতার স্মরনে সৃতি মিনার দেখতে সুন্দর এই মিনারের আশে পাশে এখন অনেক কাজ বাকি রয়েছে। সম্পুন্য মিনারটি বিভিন্ন স্লোগানে অর্কন করা হয়েছে। মিনারটিতে লেখা আছে খুনি হাসিনার বিচার চাই, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ সহ সকলের প্রতি শ্রদ্ধা, সহ বিভিন্ন লেখা দেখা যায়। মিনাটির ভিতরে রাতে হলুদ আলোয় আরো প্রাণবন্দন করে তুলেছে। অতি দ্রুত বাকি মিনারের আশে পাশে সহ বাকি কাজ সম্পুণ্য হবে বলে জানান সংশিষ্ট কর্মকর্তারা। সম্পুণ্য কাজ শেষে হলে একটি দর্শনীয় স্থান হবে বলে মনে করছে এলাকাবাসী।

