সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্র মটরসাইকেল দুঃঘটনায় মৃত্যু, অপর একজন আহত
সাতক্ষীরা আব্দুল হামিদ বার্তা সম্পাদকঃ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর প্রভাত শিফটের ক শাখার ছাত্র রাকিবুল হাসান সিয়াম মটরসাইকেল দুঃঘটনায় মৃত্যু বরন করে এবং তার সাথে থাকা অপর একজন বন্ধু অলিউল্লাহ আহত হয়েছে। ঘটনার বিবরনে জানা যায় রাকিবুর হাসান সিয়াম ও অলিউল্লাহ দুই বন্ধু আছরের নামাজ পরে বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার দিকে কাটিয়া সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে হঠাৎ মটরসাইকেলের সামনে পথচারী পরলে তাকে বাঁচাতে গেলে মটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুঃঘটনা ঘটে এসময় মটরসাইকেল চালক ছিল নিহত রাকিবুল সে ছিটকে গিয়ে পাশ্বে বাবুলের বাড়ির গেটের সাথে মাথায় ধাক্কা খায় এবং সেখানে নিহত হয়েছে। নিহত রাকিবুল এর সাথে থাকা বন্ধু অলিউল্লাহ আহত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। অলিউল্লাহ জানায় তারা সামনে একটি দোকানে কোন এক কাজের জন্য যাচ্ছিলো। নিহতের মরাদেহ এখন সাতক্ষীর সদর হাসপাতালের সিড়ির নিচে রয়েছে। নিহতের মরাদেহ ময়নাতদন্ত করতে না দেওয়ার জন্য নিহতের ভাই সাকিবুল ইসলাম জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন এবং তার সাথে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রয়েছে। অল্প বয়সে প্রান হারিয়ে তার পরিবারের লোক এখন পাগোল প্রায়। জানা গেছে নিহতের লাশ তাদের দেশের বাড়ি অন্য জেলায় দাফন করতে চায় তাদের নিহতের পরিবার।

