সাতক্ষীরা নলতা ঐতিহ্যবাহী হাজী বাড়ি’র উদ্যোগে ৪শ পরিবারের খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা নলতা এলাকার ঐতিহ্যবাহী হাজী বাড়ির ছোট ছেলে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক আলহাজ্ব মো: জাহিদুল হকে’র নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১১ টায় হাজী বাড়ি প্রাঙ্গণে বিভিন্ন অসহায় ও কর্মহীন ৪শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলহাজ্ব মো: জাহিদুল হক ও সহধর্মিনী সাদিয়া সুলতানা, রেদওয়ান হাবিব সাগর সহ অন্যরা।
খাদ্য সামগ্রী মধ্যে রয়েছে চাল, ডাল, আলু সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
আলহাজ্ব মো. জাহিদুল হক বলেন অসহায় ও কর্মহীন মানুষের পাশে থাকতে পেরে আমি আনন্দিত। সাধ্যমতো মানুষের পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।