সাতক্ষীরা কালিগঞ্জে রাতে গৃহবধুকে অজ্ঞান করে স্বর্ণালংকার সহ সব লুট
মোঃ মিলন হোসেন নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা): সাতক্ষীরা জেলা কালিগঞ্জ থানার দুদলী বর্ডার তেঘরিয়া গ্রামে খালধারে আনোয়ার হোসেনের স্ত্রী প্রতিদিনের মত রাতে ঘুমাতে যায়। রাতে কে বা কারা ঘরে স্পেরে দিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে এবং ঘরে ঢুকে ঘরে থাকা স্বর্ণালংকার সহ নগত টাকা ও অন্যান্য দামী জিনিস নিয়ে চলে যায়। সকালে পাশের বাড়ির লোকজন কোন আলাপ না পেয়ে ঘরে ঢুকে এই অবস্থা দেখে এলাকাবাসীকে জানায়। বর্তমানে পরিবারের লোকজন চিকিৎসাধীন আছে। এলাকার মধ্যে এখন অজানা অজ্ঞান পার্টির ভয় কাজ করছে।

