সাতক্ষীরায় লাভলু ভাইয়ের দোকানে ভেজাল মধূ বিক্রয়ের জন্য জরিমানা
প্রশান্ত কুমার পাল সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলার সদর নিউ মাকের্টের মোড়ে অবস্থিত লাভলু ভাইয়ের স্পেশাল শরবর্তের দোকানে ২৬/১০/২০২৫ ইং তারিখে জেলা প্রশাসকের কর্তৃক নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা লাভলু দোকানে একজনকে পাঠায় মধু কেনার জন্য এবং সেই মধু পরীক্ষা করে তাতে ভেজাল প্রমান হওয়ায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের একটি টিম লাভলু ভাইয়ের দোকানে য়ায়। এই লাভলু একজন প্রতিবন্ধী হওয়ায় মানুষ অন্ধ বিশ্বাসে ও মানবতার জন্য তার দোকান থেকে বিভিন্ন ধরনের ফলের জুস, মধু সহ অন্যান্য খাদ্যদব্য ক্রয় করেন বিধায় সেই দুর্বলতাকে পুজি করে তিনি অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন প্রকার ফলের জুস সহ ভেজাল খাবার অনেক দিন যাবত বিক্রয় করে আসছিলেন এই খবর পাওয়ার পর দুইজন রাসেল ও রেজা নামে সাংবাদিক তার কাছে বিষয়টি জানতে যায় দুপুর আনুমানিক ২টার সময়। ঐদিনই অন্য একজন সাংবাদিক রাত আনুমানিক ১০ টার সময় তার দোকানে সামনে দিয়ে যাবার সময় লাভলুর পরিচিত হওয়ায় লাভলু অন্য ৩য় সেই সাংবাদিককে দোকানের সামনে ডাকে। সাংবাদিক দোকানের সামনে গেলে লাভলু রাসেল ও রেজা দুই সাংবাদিককে ডাকতে বলে। না ডাকায় ৩য় সাংবাদিককে দোকানে সামনে লাঞ্চিত করে। ধর্মের কল বাতাসে নরে তারই বাস্তব প্রমান পাওয়া গেল আজই তার ভেজাল ও অস্বাস্থ্য পরিবেশের ফলের জুস সহ অন্যান্য খাবার জিনিস বিক্রয় করার প্রমান পাওয়ায় নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তরা লাভলুকে জরিমানা করলেন।

