সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটি ও পানি পরীক্ষা
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উপলক্ষে উপজেলায় মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে মৎস্যচাষিদের বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয়েছে। ২৩ আগষ্ট শনিবার সকালে নওয়াপাড়া ইউনিয়নের আটশত বিঘা মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। এ সময় এলাকার প্রায় ৫০ জন চাষি সরাসরি উপস্থিত থেকে হাতে-কলমে পরীক্ষার ফলাফল জেনে নিজেদের ঘেরে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো: সাজ্জাদ হোসেন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাস্টার মবিলাইজারগণ। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক বলেন, “অফিস চলাকালীন সময়ে আমাদের অধিদপ্তরে বিনামূল্যে মাটি ও পানির পরীক্ষা করা হয়। তবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগে আজ আমরা একযোগে ৫০টি ঘেরের মাটি ও পানির পিএইচ, অক্সিজেন, লবণাক্ততা ও অ্যামোনিয়ার পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফল অনুযায়ী চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, নিয়মিত পরীক্ষা করলে ঘেরে রোগের ঝুঁকি কমে, উৎপাদন বৃদ্ধি পায় এবং চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হন। এজন্য মৎস্য দপ্তর চাষিদের সচেতন হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। চাষিরা আশা প্রকাশ করেছেন, যদি এ ধরনের সেবা নিয়মিত ও সহজলভ্য করা হয়, তাহলে দেবহাটা অঞ্চলটি চিংড়ি ও মাছ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে।