সাইলেন্স দুর্ভিক্ষের কবলে সাতক্ষীরা।

ভ্রাম্যমান প্রতিনিধি হাসান রেজাঃ অতিরিক্ত বর্ষার কারনে সাতক্ষীরা জেলার সদর উপজেলা সহ সকল উপজেলায় নিরব বর্নার পরিস্থিতি লক্ষ করা যাচ্ছে। সাতক্ষীরা মাছের ঘেরের জন্য বিখাত জেলার ৮০% লোক মৎস ঘের এর উপর নির্ভরশীল হওয়ায় বর্তমান বর্ষায় অতিরিক্ত পানি হওয়ায় এবং সেই পানি নিষ্কাশনের পযাপ্ত সুপরিকল্পনা না থাকার কারনে বেশির বেশি ভাগিই ঘের এখন প্লাবিত ডুবে গেছে কৃষি জমিও যার কারনে সাতক্ষীরা জেলার মানুষদের এখন মাথায় হাত দিয়ে ঘরে বসে বসে কান্না করা ছাড়া আর কিছুই করার নেই। কোন ভাবেই এই লোকসান পোষাবে কিভাবে সংসার চালাবে সেই চিন্তায় বিভর মৎস ও কৃষি চাষিরা এ যে সাইলেন্স দুভিক্ষ। মৎস ও কৃষি চাষী সহ সকল মানুষের একটাই দাবী পানি নিষ্কাশনের জন্য যেন প্রশাসন আধুনিক পরিকল্পনা করে ব্যবস্থা গ্রহন করেন। প্রতি বছর বছর এক একটি এলাকাধীন কাছ করলেও আগামী ৫-৭ বছরের মধ্যে আধুনিক সাতক্ষীরা শহর বা জেলা হিসাবে গড়ে তোলা সম্ভব বলে মনে করছেন বিজ্ঞ মহল । বিষয়টি যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য সাধারণ জনগণের বিশেষ অনুরোধ রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *