শীতের স্মৃতি কে, বি সুমন
শীতের স্মৃতি
কে, বি সুমন
সকাল বেলা উঠে দেখি, কুয়াশা ভরা উঠান
ঠান্ডায় জমে যাচ্ছে সব, ভয়ে কাঁপছে পরান।
শীতের তীব্রতা এতই বেশি, লেপ থেকে বেড়ানোই রিক্স
বাইরে থেকে শোনা যায়, বিভিন্ন পাখির শিষ
তারপরেও লাগে ভাল শীতকালটা বেশ
হরেক রকম পিঠা খাওয়ার, এই সময়টাই বেষ্ট।
খেজুরের রসের গন্ধ না যাইতো ভোলা,
শীত কালের আগুন পোয়ানো সবচেয়ে মজার বেলা।
রসের পিঠা, ভাপা পিঠা, আছে রসের ক্ষীর
অতিথি পাখির আগমনে ভরতো সব বিল।
কি যে মজা, আহা সে কথা, এখনও যায় না ভোলা
কালগর্ভে এখন শীতকালের স্মৃতি যেন শুধুই রূপকথা।
