লিবিয়ায় নিখোঁজের ৫ দিন পর মিলল বাংলাদেশি সাংবাদিকের সন্ধান
লিবিয়ায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমানের খোঁজ পাওয়া গেছে। তিনি এখন লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে রয়েছেন বলে জানা গেছে।
সোমবার লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের বিশেষ প্রতিনিধি জাহিদুর রহমান, তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন।
রাষ্ট্রদূত এস এম শামিম উজ জামান জানান, প্রথমে গাড়িচালক মোহাম্মদ খালেদের খোঁজ পাওয়া যায়। পরে সোমবার বিকেলে নিশ্চিত হওয়া গেছে, জাহিদুর রহমান ও প্রকৌশলী সাইফুল লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজতে আছেন। তাদের দ্রুত উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা চলছে।