বিশ্বকাপে সফল হতে যে ২ শর্ত দিলেন নান্নু

খেলাধুলাঃ আরও একটা এশিয়া কাপ সামনে, এরপর বিশ্বকাপেরও খুব বেশি সময় বাকি নেই আর। এই দুই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে বিসিবিও এখন পরিকল্পনা সাজাচ্ছে। আনা হচ্ছে নতুন কোচ, মনোবিদ। তবে দিনশেষে খেলাটা খেলোয়াড়দের। আর তাই খেলোয়াড়দের নিয়ে বাড়তি পরিকল্পনার তাগিদ দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। খেলোয়াড়দের উন্নতির জন্য ২টি শর্ত বেধে দিয়েছেন তিনি। তার অভিমত, বিশ্বকাপের আগে দল গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রস্তুতি ও গভীরতা। গতকাল (রোববার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি মনে করি, সবচেয়ে ভালো দল সবসময় খেলবে এবং সবচেয়ে ভালো ফলাফল নিয়ে বিশ্বকাপের মঞ্চে যাওয়া দরকার।’টি-টোয়েন্টি ফরম্যাটে সাফল্যের জন্য বড় স্কোয়াড গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘যেকোনো দেশের যেকোনো দলের জন্য অন্তত ২৫ জন খেলোয়াড় সবসময় তৈরি করে রাখতে হয়। নির্বাচক প্যানেলের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। ২৫টা খেলোয়াড়কে প্রস্তুত না করলে এই ফরম্যাটে হয় না… কারণ সবার থেকে সবসময় একই পারফরম্যান্স পাওয়া যাবে না। সেই সময় তৈরি রাখা খেলোয়াড়দের মধ্যে দলে ইন-আউট করতে হয়।’বিশ্বকাপ সামনে রেখে কেমন উইকেটে খেলা উচিত, সেই প্রশ্নে নান্নু বলেন, ‘কোন কন্ডিশনে খেললে কীভাবে খেলোয়াড়রা কতটুকু এগোবে সেটা টিম ম্যানেজমেন্টের চিন্তা করতে হবে। আমার মনে হয়, বিশ্বকাপের আগে স্পোর্টিং উইকেটে খেলে নিজেদেরকে তৈরি করে যাওয়া উচিত হবে।’উইকেটের বিষয়টা নিয়ে ভাবনা আছে বোর্ডের। এশিয়া কাপের প্রস্তুতি নেওয়া হতে পারে সিলেট আর চট্টগ্রামে। এই দুই মাঠের উইকেট রানপ্রসবা, যার দেখা খুব একটা মেলে না মিরপুরে। ভালো উইকেটে খেলে প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে বিসিবি পরিচালক আকরাম খান জানান, ‘আমরা পরিকল্পনা করছি, এশিয়া কাপের কন্ডিশনের মতো উইকেটই করব। ভালো উইকেট করলে আমাদের ব্যাটসম্যানরা আরও স্বাচ্ছন্দে খেলবে ও উন্নতি করবে। সিলেট ও চট্টগ্রামের উইকেট অনেক ভালো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *