বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনে পক্ষ থেকে ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং ডি সি বরাবর স্মারকলিপি প্রদান

মোছাঃ শিরিনা খাতুন সাতক্ষীরা প্রতিনিধিঃ আজ ২০ শে অক্টোবর ২০২৫ ইং তারিখে সোমবার সকাল ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর পক্ষ থেকে  ৫ দফা দাবি নিয়ে একটি বিক্ষোভ মিছিল এবং ডি সি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। মিছিলটি ডি সি অফিসের নিচে গিয়ে বক্তবের মাধ্যমে শেষ হয় । এ সময় গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিভিন্ন মাদ্রাসা ও স্কুল কলেজের শিক্ষকেরা তারা  এমপিওভূক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যার্য দাবী হিসাবে ৫টি দাবী তুলে ধরেন দাবী গুলো  ১। ৪৫% বাড়ী ভাড়া, ২। ১০০% বোনাস, ৩। ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, ৪। এবতেদায়ী মাদ্রাসা ও ননএমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণ, ৫। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি পরিশোধসহ তাদের যৌক্তিক দাবি আদায়। তারা বর্তমান সরকারের কাছে এই ৫টি দাবি তুলে ধরেন এবং অতি শীগ্রই এই দাবি না মেনে নেওয়া হলে তারা আরো কঠোর আন্দোলন করবে বলে জানান। সাতক্ষীরা ডি সি মহোদয় উক্ত স্বারকলীপি পেয়েছেন বলে জানান এবং তিনি বিষয়টি উপর মহলে সুপারিশ করার আশ্রাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *