ফেয়ার মিশন নেতৃবৃন্দের সাথে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের মতবিনিময়।

 আমিরুল দেবহাটা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ফেয়ার  মিশনের পরিচালক কাদের মহিউদ্দিনের নেতৃত্বে ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ ২৫ সেপ্টেম্বর ২০২৫, দুপুর একটাই সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তাদের সাথে এক মত বিনিময় সভাই মিলিত হন। ফেয়ার  মিশনের পরিচালক কাদের মহিউদ্দিন দেবহাটা উপজেলা বাশির স্বাস্থ্য সেবা নিশ্চিত করার দাবি জানান এবং সাথে সাথে সখীপুর স্বাস্থ্য  কমপ্লেক্সের চিকিৎসা সেবা উন্নত করার বিষয়ে কথা বলেন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা: মো: সাইফুল ইসলাম ফেয়ার ফ মিশনের বিভিন্ন দাবিদাওয়া শোনেন এবং সেগুলো পূরণের কিছু বাধ্যবাধকতার কথা উল্লেখ করেন। একই সাথে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্স বর্তমানে সিজার এবং ছোট ছোট অপারেশনের কাজ শুরু করেছে বলে জানান এবং একইসাথে খুব শীঘ্রই এক্সরে এবং আল্ট্রাসোনার কাজ শুরু হবে বলে ফেয়ার মিশন কর্তৃপক্ষকে জানান। খুব দ্রুত দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবেন বলে আশ্বস্ত করেন সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা: মো: সাইফুল ইসলাম। ফেয়ার মিশনের সভাপতি জসিম উদ্দিন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক ডাঃ আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম, জাকির হোসেন,ফরিদ উদ্দিন, প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *