প্রচন্ড শীতের মাঝে ফসলের মাঠে কৃষকের হাসি
সাতক্ষীরা ডেক্সঃ প্রচন্ড তীর্ব ঠান্ডায় যখন রাস্তা ঘাট পথে মানুষের আনা গোনা কম তখন সাতক্ষীরার কৃষকের মাঠে কৃষকের হাসি ফুটিয়েছে শস্য খেতের হলুদ শস্য ফুল। ফুল কার না ভালো লাগে মাঠের মধ্যে হলুদে ভরা শস্য ফুল দেখলে যে কারো মন ভাল হতে বাধ্য। সাতক্ষীরার প্রতিটা উপজেলার শস্য খেতে ভাল শস্য হওয়ায় কৃষকের ঘামের যথাযথ ফল পেল কৃষকরা। নতুন বছরের শুরুতেই বাড়ি বাড়ি পিঠা উৎসবের ধূম লেগে গেছে তাই সবাই আত্বীয় স্বজনদের বাড়িতে বেড়াতে যাচ্ছে এবং বিকাল বেলা হলেই মাঠে শস্য ফুলের খেত দেখে সবাই মুগ্ধ হচ্ছে। এত সুন্দর বাংলার মাটি গ্রাম্য পরিবেশ সবারই মন ছুয়ে যায়। হলুদ ফুলের মাঝে ক্যামেরা বন্দী হতে কেউই ভুল করছে না। শিশূদের খুবই আনন্দ করতে দেখা যায়।

