দৈনিক সত্যছায়া পত্রিকার সিনিয়র সহ সম্পাদকের মায়ের ১ম মৃত্যু বছরে দোয়া মাহফিলের আয়োজন
মোঃ আব্দুল হামিদ সাতক্ষীরা প্রতিনিধিঃ দৈনিক সত্যছায়া পত্রিকার সিনিয়র সহ সম্পাদক মুস্তফা আরিফুল হক (শাওন) এর মাতা মরহুমা সাজেদা বেগমের ১ম মুত্যু বছরে পরিবারের পক্ষ থেকে নিজ বাড়ী রেজিষ্ট্রার অফিসের পিছনে মরহুমা সাজেদা বেগমের পারিবারিক কবরস্থানের কবরের পাশ্বেই ২৪/১০/২০২৫ ইং তারিখে, শুক্রবার, বিকালে আছরের নামাজের পর দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সত্যছায়া পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ খাইরুল বাসার, সহ সম্পাদক ও প্রকাশক শিরিনা খাতুন, মরহুমার বড় ছেলে মুস্তফা শরিফুল হক (মাছুম), ছোট ছেলে দৈনিক সত্যছায়ার সিনিয়র সহ সম্পাদক মুস্তফা আরিফুল হক (শাওন), মরহুমার স্বামী মুস্তফা আজিজুল হক, পরিবারের লোকজন, আত্বীয় স্বজন, প্রতিবেশী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় গুরুত্বপূর্ন আলোচনা পেশ করেন এলাকার আলেম ও রেজিঃ অফিসের সামনের মসজিদের ইমাম সাহেব তারা সঠিক ও ইসলামের পথে চলার জন্য সবাইকে আহবান করেন। মরহুমার আত্মার মাগফিরাতে জন্য দোয়া করেন সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গুরাকরকাটি খায়রিয়া আজিজীয়া কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস জনাব আরিফুল ইসলাম বকুল । মরহুমার সাজেদা বেগমের জন্য কবর জিয়ারতে অংশ নেন পরিবারের সদস্য ও আগত অতিথিবৃন্দ। এছাড়া মরহুমা সাজেদা বেগমের জন্য মাগফিরাতে জন্য দোয়া করেন দৈনিক সত্যছায়া পত্রিকার নির্বাহী সম্পাদক এস,এম শাহরিয়ার আজাদ, ব্যবস্থাপনা পরিচালক হাসান রেজা, সহ নির্বাহী সম্পাদক মোঃ রেজাউল করিমবার্তা সম্পাদক মোঃ আব্দুল হামিদ, সহ বার্তা সম্পাদক মোঃ শিমুল হোসেন, মহিলা সম্পাদক সুরমা খাতুন, সাহিত্য ও নাট্য সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ব্যুরো প্রধান চট্রগ্রাম রুহুর আমিন, খুলনার মোঃ হোসেন আলী, জেলা প্রতিনিধি খুলনা এস,এম হালিমুল আলম, যশোর মোঃ সিহাব হোসেন, দেবহাটা সাতক্ষীরা মোঃ আমিরুল ইসলাম, শহিদুল ইসলাম, মিলন বিশ্বাস, ইকবাল হোসেন, মুবাশ্বির বাসার সামি, রায়হান , তোবা পাইপ কোম্পানীর সকল ষ্ট্রাফ সহ আরো অনেকে। দোয়া অনুষ্ঠানের শেষে সবার জন্য তাবারকের ব্যবস্থা করা হয়।

