দেবহাটায় আদর্শ বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে – জেলা প্রশাসক 

আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ: দেবহাটা উপজেলার মাধ্যমিক, সমমান ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলো আদর্শ শিক্ষা প্রতিষ্ঠা করার লক্ষ্যে মিট দ্যা স্টুডেন্টস প্রোগ্রাম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ভালো কিছু করতে হলে তোমাদের নিয়ত ও স্বপ্ন থাকতে হবে, সাথে সাথে ইচ্ছা, আগ্রহ ও চেষ্টা করা সহ কঠোর পরিশ্রম করে পড়াশুনা করতে হবে, তাহলে তোমাদের সাফলতা আসবে। তিনি শিক্ষার্থীরা পড়াশোনা করে কি করতে চায়, তাদের ও তাদের বিদ্যালয়ের সুবিধা ও অসুবিধার কথা শোনেন।  ১৩ আগস্ট ২০২৫, বুধবার সকাল সাড়ে এগারোটায় পারুলিয়া সাগর শাহ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব আবুল হাসান। এসময় আরো বক্তব্যে রাখেন  সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজর অধ্যক্ষ অলোক কুমার মন্ডল, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, বিএনপি নেতা ও পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু ও  বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সাবেক সচিব আকবর আলী,  দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,  সখিপুর মহিলা কলেজ এর অধ্যক্ষ আবুল কালাম আজাদ, দেবহাটা কলেজ এর অধ্যক্ষ হাফিজুর রহমান, দৈনিক দৃষ্টিপাত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *