দেবহাটায় অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা
আমিরুল সাতক্ষীরা প্রতিনিধি ঃ দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৮ই ডিসেম্বর ২০২৫, সকাল ১১ টায় দেবহাটা উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকার এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, ছাত্র প্রতিনিধি মুজাহিদ বিন ফিরোজ, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় দেবহাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সন্দীপ কুমার মন্ডল, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাবিব মন্টু, উপজেলা ছাত্র দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি নেতা নজরুল ইসলাম ও রফিকুল ইসলাম মন্টু ও পারুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হীরা মেম্বর সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি বর্গ ও বিভিন্ন দফতরের কর্মকর্তা বৃন্দরা উপস্থিত ছিলেন।

