দুই দফা বাড়ার পর কমল স্বর্ণের দাম
নিজস্ব প্রতিনিধিঃ টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বৃহস্পতিবার রাতে স্বর্ণের দাম সমন্বয় করার সিদ্ধান্ত জানায়, যা শুক্রবার থেকে কার্যকর হবে। এরআগে বুধবার স্বর্ণের দাম বাড়ানো হয়। বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম সংশোধনের ঘোষণা দেওয়া হয়। দর সংশোধনে ধাতুটির দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানো হয়। ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা। মঙ্গলবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাজুস। বরাবরের মতো স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছিল। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে বুলিয়ন দামের পতনের প্রভাবে দুবাইয়ে স্বর্ণের দাম ২৪ ঘণ্টায় প্রতি গ্রামে প্রায় ৬ দিরহাম কমেছে। বুধবার পর্যন্ত প্রতি গ্রাম স্বর্ণ যেখানে ৩৮০ দিরহামের ওপরে ছিল, বৃহস্পতিবার (২৪ জুলাই) তা নেমে এসেছে ৩৭৭.৫ দিরহামে। তবে এতেও তেমন আগ্রহ দেখাচ্ছেন না ক্রেতারা।