জেলা সাহিত্য পরিষদের উদ্দোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি হাসার রেজাঃ সাতক্ষীরা শিল্পকলা একাডেমীতে আজ বিকাল ৪.৩০ মিনিটে জেলা সাহিত্য পরিষদ, সাতক্ষীরার উদ্দোগে সংগঠনের সভাপতি মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সাহিত্য অনুরাগী প্রফেসর আবু নসর, প্রফেসর ড. দিলারা বেগম, আব্দুর রব ওয়ার্ছী, মোঃ মোজ্জামেল হোসেন, ড. আক্তারুজ্জামান, পল্টু বাশার। জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান, শেখ মোসফিকুর রহমান মিল্টন, মঞ্জুরুল হক, এস,এম নাজমুল হাসান, জি,এম মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল বাসার, মোঃ আমিরুল ইসলাম, প্রয়তের সহকর্মী শওকত হায়দার, ঈদুজ্জমান ইদ্রিস, রুহুল আমিন ময়না, আব্দুল হামিদ, মোঃ খাইরুল বাসার, আব্দুল ওহাব আজাদ, শিরিন সাদী, প্রশান্ত কুমার পাল, সৈয়দ সিরাজুল ইসলাম, আসাদুজ্জামান লাল্টু, আরিফুল ইসলাম, নুর জাহান, রহমতুল্লাহ, জাহাঙ্গীর হোসেন, মোঃ আবু সিদ্দিক, গুলশানআরা, রেবেকা সুলতানা, ইকবাল হোসেন, ইউসুফ আলী প্রমুখ। অনুষ্ঠানে বর্ষাকালীন কবিতা আবৃত্তি করে সংগঠনের সদস্যবৃন্দ এছাড়া বর্ষাকালীন গান গেয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখেন সাহিত্য অঙ্গনের সদস্যরা। সমগ্র সভা পরিচালনা করেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম. জামান